জনাব নাজনীন নাহার খান
চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার
জনাব নাজনীন নাহার খান, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার পদে ০৯ জুন ২০২২ খ্রিঃ তারিখে যোগদান করেন। তিনি বিসিএস ( নিরীক্ষা ও হিসাব ) ক্যাডারের ৩০ তম ব্যাচের একজন সদস্য হিসেবে ০৩ জুন ২০১২ খ্রিঃ তারিখে অর্থ বিভাগে যোগদানের মাধ্যমে সিভিল সার্ভিসে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন। সিএএফও/বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পদে যোগদানের পূর্বে তিনি পরিবহন অডিট অধিদপ্তরের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন । তৎপূর্বে তিনি স্হানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরের উপপরিচালক,পিটিএসটি অডিট অধিদপ্তরের উপপরিচালক,ফাইন্যান্স কন্ট্রোলার (এফসি) আর্মি,পে-১ কার্যালয়ের ডেপুটি ফাইন্যান্স কন্ট্রোলার,প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়/স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বুনিয়াদী ও বিভাগীয় প্রশিক্ষণ ছাড়াও নিরীক্ষা, হিসাব এবং আর্থিক ব্যবস্থাপনার উপর দেশ ও বিদেশে বেশকিছু প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত,তাঁর এক সন্তান রয়েছে।