হিসাব ব্যবস্থা ডিজিটালাইজড এর মাধ্যমে সেবার মান ত্বরান্বিত করা।
চলমান সরকারী অর্থ ব্যবস্থাপনায় গতিশীলতা বজায় রাখা।
প্রি-অডিট ব্যবস্থা শক্তিশালী করা।
সেবার মান উন্নয়ন।
দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন।
কার্যপদ্ধতি ও সেবার মানন্নোয়ন।
কর্ম পরিবেশ উন্নয়ন।
আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন।
দক্ষতার সাথে বার্ষিক কর্মসম্পাদন।
অবসর প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের সেবা প্রদান।
কার্যাবলীঃ-
মন্ত্রণালয়/বিভাগের মূখ্য হিসাবরক্ষণ কর্মকর্তা(সচিব)প্রিন্সিপাল এ্যাডভাইজারের দায়িত্ব পালন।
অন-লাইনে বেতন নির্ধারন,বেতন বিল, ভ্রমন ভাতা বিল,সহ পরিচালন ও উন্নয়নের অন্যান্য যাবতীয় বিল পাশ করা।
অন-লাইনে অবসর প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন নির্ধারন মাসিক পেনশন ও আনুতোষিক প্রদান পেনশন পূনঃ ভরন বিল সহ পেনশন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গ্রহন করা
গ্রান্টস্-ইন-এইড ও প্রকল্পের ছাড়কৃত অর্থের অর্থরিটির সংশিষ্ট ডিসিএ/ডিএও/ইউএও অফিসে প্রেরণ।
প্রাপ্তি এবং অনুন্নয়ন বাজেটর বিপরীতে ব্যয়ের হিসাব সংরক্ষন এবং তার ভিত্তিতে মাসিক হিসাব প্রনয়ন।
উপযোজন হিসাব প্রণয়ন পূর্বক প্রিন্সিপাল একাউন্টং অফিসের এর স্বাক্ষর করতঃ নিরীক্ষা প্রত্যয়নের জন্য সিএন্ডএজি’র বরাবর উপস্থাপন।
বাজেট ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন।
নিরীক্ষাধীন দপ্তরের হিসাবের সাথে সিএও অফিসের হিসাবের সঙ্গতি সাধন।
সিভিল অডিট কর্তৃক উত্থাপিত অডিট আপত্তি নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ।
জিপিএফ হিসাব খোলা সহ জিপিএফ হিসাব সংরক্ষন ,অগ্রীম প্রদান, চুড়ান্ত হিসাব,চুড়ান্ত পরিশোধ ও বাৎসরিক জিপিএফ বিবরনী প্রদান।
অন-লাইনে এলপিসি গ্রহন ও প্রদান করা।
কর্মকর্তাগনের শেষ বেতনের প্রত্যয়ন পত্র ইস্যু সহ কর্মচারীগনের শেষ বেতন পত্রের প্রতিস্বাক্ষর করা।